অধিনায়কত্ব পরিবর্তনকে কেন্দ্র করে বিস্তর নাটক হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে। মেহেদি হাসান মিরাজের জায়গায় শেষ পর্যন্ত নাইম ইসলামকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দলটি। তার অধীনেই আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক নাইম। আগের ম্যাচে জেতা একাদশে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম, মেহেদি মিরাজও স্বাভাবিকভাবেই আছেন দলে।
অন্যদিকে কুমিল্লার একাদশে ফিরেছেন লিটন দাস ও আরিফুল হক। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মুমিনুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন।
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিন জয় পেয়েছে চট্টগ্রাম। কুমিল্লা দুই ম্যাচ খেলে জিতেছে দুইটিতেই।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
কেনার লুইস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাইম ইসলাম (অধিনায়ক), শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।