বিপিএলের চট্টগ্রাম পর্বে পরপর দুই ম্যাচে পরে ব্যাট করে হেরেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। তবু ঢাকায় ফিরেও টস জিতে আগে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নিলেন মুশফিক।
ঢাকার দ্বিতীয় পর্বে খুলনার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামবে সিলেট সানরাইজার্স। তাদের একাদশে পরিবর্তন এসেছে চারটি। অন্যদিকে খুলনার দলেও আছে দুই পরিবর্তন।
সিলেটের একাদশে বড় চমক তাসকিন আহমেদের অনুপস্থিতি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পিঠের ব্যথার কারণে এই ম্যাচটি খেলতে পারছেন না তিনি।
এছাড়া বাদ দেওয়া হয়েছে আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম ও রবি বোপারাকে। তাদের জায়গায় দলে এসেছেন নাদিফ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, জুবাইর হোসেন লিখন ও আরব আমিরাতের পেসার শিরাজ আহমেদ।
অন্যদিকে খুলনা একাদশে জায়গা হারিয়েছেন রনি তালুকদার ও ফরহাদ রেজা। তাদের জায়গায় নেওয়া হয়েছে নাবিল সামাদ ও জাকের আলি অনিককে।
আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রয়েছে খুলনা। অন্যদিকে চার ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট।
খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, জাকের আলি অনিক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মেহেদি হাসান, নাবিল সামাদ, সৈয়দ খালেদ আহমেদ, সেকুগে প্রসন্ন ও কামরুল ইসলাম রাব্বি।
সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, মুক্তার আলি, নাদিফ চৌধুরী, জুবাইর হোসেন লিখন, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও শিরাজ আহমেদ।
নদী বন্দর / এমকে