জাতীয় দলের ওপেনার নাইম শেখের ব্যাটিং পজিশন নিয়ে বেশ নাড়াচাড়ার পর এবার তাকে একাদশ থেকেই বাদ দিয়ে দিলো মিনিস্টার ঢাকা। সিলেট পর্বের শেষ দিন খুলনা টাইগার্সের বিপক্ষে নাইম ছাড়াও একাদশে একগাদা পরিবর্তন এনেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ফরচুন বরিশালের দুই ম্যাচের পর আজ মাত্র তৃতীয় ম্যাচে ঘটলো টস জিতে আগে ব্যাটিং নেওয়ার ঘটনা। এই ম্যাচ জিতলে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে খুলনার।
ঢাকার একাদশে পরিবর্তন এসেছে চারটি। শেষ ম্যাচ খেলা মাশরাফি বিন মর্তুজা, নাইম শেখ, মোহাম্মদ শাহজাদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়নি দলে। তাদের জায়গায় এসেছেন রুবেল হোসেন, শামসুর রহমান শুভ, জহুরুল ইসলাম অমি এবং আহমেদ ওমরজাইকে।
এখন পর্যন্ত ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ঢাকা। অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে খুলনা।
মিনিস্টার ঢাকা একাদশ: তামিম ইকবাল, জহুরুল ইসলাম, শামসুর রহমান শুভ, ইমরানুজ্জামান, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইস আহমেদ, ফজলহক ফারুকি, আরাফাত সানি, আহমেদ ওমরজাই, রুবেল হোসেন ও শুভাগত হোম।
খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, মুশফিকুর রহিম, রনি তালুকদার, ইয়াসির আলি রাব্বি, থিসারা পেরেররা, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ, সিকান্দার রাজা ও রুয়েল মিয়া।