দিল্লি ক্যাপিট্যালসের হয়ে টানা আট ম্যাচ খেলার পর একাদশে জায়গা হারান মোস্তাফিজ। তাকে বাদ দেওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতলেও, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ভরাডুবিই হয়েছে দিল্লির।
তাই মনে করা হচ্ছিল, আজ (বুধবার) কাটার মাস্টারকে একাদশে ফেরাবে রিশাভ পান্তের দল। কিন্তু তেমনটা হয়নি। আরও একবার মোস্তাফিজকে বাইরে রেখেই দল সাজিয়েছে দিল্লি।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লির প্রতিপক্ষ আজ রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক পান্ত। অর্থাৎ সঞ্জু স্যামসনের দল প্রথমে ব্যাট করবে।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে রাজস্থান রয়্যালস। ১১ ম্যাচের ৭টি জিতে তারা পয়েন্ট তালিকার তিন নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ৫ জয়ে পাঁচ নম্বরে দিল্লি।
দিল্লি একাদশ
ডেভিড ওয়ার্নার, কেএস ভরত, মিচেল মার্শ, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, এনরিচ নরকিয়া ও চেতন সাকারিয়া।
রাজস্থান একাদশ
যশবি জাসওয়াল, জস বাটলার, সাঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কাল, রসি ভ্যান ডার ডাসেন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, ইয়ুজভেন্দ্র চাহাল ও কুলদীপ সেন।
নদী বন্দর/এসএম