ভোলার তজুমদ্দিন উপজেলায় সরকারি সিল দেওয়া ৭৬০ বস্তা চালসহ মো. মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মিজানুর রহমান তজুমদ্দিন বাজারের হাওলাদার ট্রেডার্সের মালিক। বুধবার (০১ জুন) দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালসহ তাকে আটক করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মরিয়ম বেগম এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তজুমদ্দিন বাজারের হাওলাদার ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় ওই গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া ৭৬০ বস্তা চাল জব্দ করা হয়। একই সঙ্গে গোডাউনের মালিক মো. মিজানুর রহমানকে আটক করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বৃহস্পতিবার দুপুরে জানান, রাতে চালের গোডাউনে অভিযান চালিয়ে ৭৬০ বস্তা চালসহ মো. মিজানুর রহমানকে আটক করা হয়েছে। জব্দকৃত চাল ও আটক ব্যক্তি থানা হেফাজতে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম জানান, সরকারি সিলসংবলিত বস্তাভর্তি ৭৬০ বস্তা চালসহ মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নদী বন্দর/এসএফ