1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অনলাইন সেবায় গ্রাহকদের ভোগান্তি অনেক কমেছে - Nadibandar.com
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৯৫ বার পঠিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে অনলাইন সেবা কার্যক্রমে গ্রাহকদের ভোগান্তি অনেক কমেছে। এর মাধ্যমে শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করে ‌‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।  

আজ সোমবার (৬ জুন) রাজধানীতে আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক দপ্তরের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে প্রদান উদযাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, আমদানি ও রপ্তানি দফতরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে ডিজিটাল সেবা প্রদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সফলভাবেই সে কাজটি করছে। বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, অনলাইন লাইসেন্সিং মডিউলের মাধ্যমে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি, ইনডেন্টিং এবং শিল্প নিবন্ধন সনদপত্র প্রদান সেবা এখন অনলাইনে দেওয়া হচ্ছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com