ফাইনালিসিমায় আর্জেন্টিনার কাছে হারের পর জার্মানির সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে ইতালি। উয়েফা ন্যাশন্স লিগে নিজেদের শেষ ম্যাচে রবার্তো মানচিনির দল মাঠে নেমেছিল হাঙ্গেরির বিপক্ষে। যারা আবার ৬০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল।
তবে মানচিনির ইতালির সঙ্গে পেরে উঠেনি আত্মবিশ্বাসী হাঙ্গেরি। ন্যাশন্স লিগের ম্যাচে ইতালির বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে দলটি।
এদিকে ন্যাশন্স লিগের অন্য ম্যাচে ইংল্যান্ড-জার্মানির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। টানা দুটি ম্যাচেই ড্র করলো জার্মানি। অপরদিকে প্রথম ম্যাচ হারের পর এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলো হ্যারি কেইনের ইংল্যান্ড।
এদিন ঘরের মাঠ স্তেদিও দিনো মানুজ্জিতে খেলতে নেমে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় ইতালি। দলটির পক্ষে গোল করেন নিকোলো বারেল্লা। প্রথমার্ধের শেষ মিনিটে ইতালির পক্ষে দ্বিতীয় গোলটি করেন লোরেঞ্জো পেলিগ্রিনি।
প্রথমার্ধ শেষে ২ গোলে পিছিয়ে থাকা হাঙ্গেরি সান্ত্বনার এক গোল পায় তাও ইতালিয়ান ফুটবলার জিয়ানলুকা মানচিনির কারণে। ইতালিয়ান এই ডিফেন্ডার আত্মঘাতি গোল করায় হাঙ্গেরি ব্যবধান কমাতে পারে।
এদিকে ন্যাশন্স লিগে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ড্র দেখে জার্মানি-ইংল্যান্ড। অ্যালিয়াঞ্জ এরিনায় জার্মানি ৫০তম মিনিটে জোনাস হফম্যানের গোলে এগিয়ে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে পেনাল্টি থেকে গোল পরিশোধ করে সমতায় শেষ করে ইংল্যান্ড।
এদিকে ‘সি’ গ্রুপে দুটি করে ম্যাচ শেষে শীর্ষে আছে ইতালি। আজ্জুরিদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও হাঙ্গেরি গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে। এদিকে দুই পয়েন্ট নিয়ে তিনে জার্মানি ও ইংল্যান্ড ১ পয়েন্ট নিয়ে আছে চারে।
নদী বন্দর/এসএফ