বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে থানচিতে তিনজন ও আলীকদমের একজন।
মৃতরা হলেন- থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেন থাং পাড়ার আমেন ম্রোর ছেলে মেনথাং ম্রো (৪৯), নারিচা পাড়ার বাসিন্দা মে তৈ ম্রোর ছেলে লংঞী ম্রো (৪৫) ও একই ওয়ার্ডের সিং চং পাড়ার বাসিন্দা মেন রো ম্রোর ছেলে প্রেন ময় ম্রোর (১১) মৃত্যু হয়েছে। এছাড়া আলীকদমে অতিরিক্ত স্যালাইন দেওয়ায় একজনের মৃত্যু হয়েছে।
রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা জানান, বর্ষায় বিভিন্ন কারণ ঝিড়ি-ঝর্ণা-খালের পানি দূষিত হয়ে থাকে। সুপেয় পানির উৎস না থাকায় বাধ্য হয়ে এসব পানি পান করতে হয় দুর্গম এলাকার জনগোষ্ঠীকে। এ পানি পান করে ডায়রিয়াসহ নানা পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার মানুষ।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, রেমাক্রী এলাকায় সুপেয় পানির তীব্র সংকটের কারণে বাধ্য হয়ে স্থানীয়রা অপরিশোধিত পানি পান করছে। যার কারণে ডায়রিয়াসহ পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। ওইসব এলাকায় ওষুধ ও স্যালাইন পাঠানো হয়েছে।
এ বিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডা. নীহারঞ্জন নন্দী জানান, রোববার চারজনের মৃত্যুর খবর পেয়েছি। জেলায় প্রায় অর্ধশত ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
নদী বন্দর/এসএফ