তুর্কমেনিস্তানের বিপক্ষে ইব্রাহিমের করা গোলের মধ্য দিয়ে প্রায় ২০৭ দিন পর গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে টানা চার ম্যাচ কোনো গোল করতে না পারা বাংলাদেশ লড়াকু এক ম্যাচে করেছে গোল। তবে এই গোল নিয়ে কোনো উচ্ছ্বাস নেই ইব্রাহিমের। তাঁর সব মনোযোগ এখন মালয়েশিয়া ম্যাচ ঘিরে।
এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মঙ্গলবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাহরাইন ও তুর্কমেনিস্তানের কাছে গেরে গেলেও দু’টি ম্যাচেই প্রতিদ্বন্ধীতামূলক ফুটবল খেলেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই আত্মবিশ্বাসই এখন পুঁজি ইব্রাহিম-জিকোদের।
ফিফা র্যাংকিংয়ে ১৫৪তম স্থানে থাকা মালয়েশিয়াকে সহজে ছেড়ে না দেওয়ার বার্তা দিলেন ফরোয়ার্ড ইব্রাহিম,’মালয়েশিয়া অবশ্যই ভালো দল। কিন্তু আমরাও ওদেরকে সহজে ছেড়ে দিব না। বাহরাইনের বিপক্ষে ওরা দুটো গোল সেট-পিসে দিয়েছে, বাহরাইন আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল, কিন্তু ওরাও আমাদেরকে এত সহজে গোল দিতে পারেনি। ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ার বিপক্ষে ভালো লড়াই করব। আমরা যখন অনেক দর্শকের সামনে খেলি, তখন আমাদেরও ভালো লড়াই করার মনোভাব কাজ করে। ‘
ইব্রাহিমের গোলেই খরা কেটেছে বাংলাদেশের। কিন্তু এটা নিয়ে নেই বাড়তি উচ্ছ্বাস, তৃপ্তি। দলের পারফরম্যান্স কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়েই ভাবছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার,’আত্মবিশ্বাস বলতে,তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল পাওয়াটা হয়ত পরের ম্যাচের আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু ওই ম্যাচের ফল তো আর বদলাবে না। এই গোলেরও কোনো মূল্য নাই, যেহেতু আমরা পয়েন্ট পাইনি। তাই এই গোল নিয়ে আমার কোনো আত্মতৃপ্তি নেই। এই টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সেট-পিসে আরও মনোযোগী হতে হবে। কারণ চার গোলের মধ্যে তিনটিই সেট-পিসে খেয়েছি। শুধু ডিফেন্সের ভুল নয়, সেট-পিসের বিষয়টা পুরো টিম ওয়ার্কের বিষয়, সবাই এটা নিয়ে কাজ করতে হবে। ‘
নদী বন্দর/এসএফ