ইউক্রেনে আগ্রাসনের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্রমেই দুর্বল হচ্ছে রাশিয়ার অর্থনীতি। বহুজাতিক কম্পানিগুলো চলে যেতে থাকায় সংকুচিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগও।
এ অবস্থায় নিজেদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য নিরাপদ গন্তব্য খুঁজছেন দেশটির ধনীরা। এ বছর ১৫ হাজারের বেশি ধনকুবের রাশিয়া ছাড়তে পারেন বলে মাইগ্রেশনবিষয়ক ডাটায় উঠে এসেছে।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলে অ্যান্ড পার্টনার্সের মাইগ্রেশনবিষয়ক তথ্য-উপাত্তে দেখা যায়, ১০ লাখ ডলারের বেশি সম্পদ আছে, এমন প্রায় ১৫ শতাংশ রুশ ধনকুবের ২০২২ সালের মধ্যে দেশটি ছাড়ার জন্য প্রস্তুত। সূত্র : দ্য গার্ডিয়ান
নদী বন্দর/এবি