যমুনা ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে স্বশরীরে এবং ভার্চুয়ালি প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুশাররফ হুসাইন, ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, মো. বেলাল হোসেন, কানুতোষ মজুমদারসহ অন্যান্য পরিচালকরা।
সভায় পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, বহিঃনিরীক্ষক প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজারসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার স্বশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে ২০২১ সালের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
নদী বন্দর/এসএফ