বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে প্রথম টেস্ট। টেস্টের আগে সংবাদ সম্মেলন কথা বলেছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, জানালেন বাংলাদেশকে খাটো করে দেখছে না তাঁর দল।
টাইগারদের বিপক্ষে লড়াই করতে হবে বলে মনে করেন ব্র্যাথওয়েট, ‘আমাদের লড়াই করতে হবে।
তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটাই আসল কথা। ’
বাংলাদেশের মাটিতে সর্বশেষ জিতে যাওয়া টেস্ট সিরিজের কথা ভালোভাবেই মনে রেখেছেন ক্যারিবীয় টেস্ট অধিনায়ক, ‘তাদের মাটিতে আমরা ২-০ ব্যবধানে জিতেছিলাম, তাই আমাদের বিপক্ষেও তারা ভালো করার চেষ্টা করবে। তারা বিশ্বের সেরা তিন দলের একটি না হলেও, এমন না যে আমরা তাদের উড়িয়ে দেব। ব্যাটিং ও বোলিংয়ে আমাদের শৃঙ্খলা দেখাতে হবে। ’
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত করেছে ক্যারিবীয়রা। সংবাদ সম্মেলনে সেই ইংল্যান্ড সিরিজকেও টেনে এনেছেন ব্র্যাথওয়েট, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো করেছি। প্রতি ম্যাচেই একজন ব্যাটার সেঞ্চুরি করতে পেরেছে। আমি মনে করি, এটি খুব ভালো। তাই বলে আমরা এটি ভাবতে পারি না যে প্রতিপক্ষ বাংলাদেশ বলে আমরা সহজেই সেঞ্চুরি পেয়ে যাব। ’
নদী বন্দর/সিএস