আফগানিস্তানে একটি শিখ মন্দিরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী কাবুলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার সকালের ওই বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ঘটনাস্থল থেকে গোরনাম সিং নামের এক স্থানীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, ওই মন্দিরে প্রার্থনা করছিলেন প্রায় ৩০ জন। সে সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি বলেন, ঠিক কতজন মারা গেছেন বা কতজন বেঁচে আছেন আমরা তা জানি না। তিনি আরও বলেন, তালেবানের সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাই আমরা জানি না যে, এখন আমরা কি করব।
স্থানীয় প্রচারমাধ্যম টোলো বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ঘটনাস্থল থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
কাবুলে অবস্থিত শেষ শিখ মন্দির এটি। এই সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, দেশটিতে বর্তমানে শিখদের সংখ্যা মাত্র ১৪০। ১৯৭০ সালে এই সংখ্যা ছিল প্রায় লাখের কাছাকাছি।
গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। গত ডিসেম্বরে কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার ঘটনায় ২০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ১৬ জন আহত হয়।
এর আগে গত এপ্রিলে একটি মসজিদে গ্রেনেড হামলায় ছয়জন আহত হয়। সে সময় ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্স (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করে।
নদী বন্দর/এসএফ