ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধে ভেঙে আট গ্রাম প্লাবিত হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ফুলগাজী বাজারসহ অন্তত ৮টি গ্রাম প্লাবিত হয়ে মাছের ঘের, কৃষকের জমি পানির নিচে তলিয়ে গেছে। মুহুরী নদীতে ১০৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির চাপ অব্যাহত থাকলে আরো নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানির চাপে সোমবার সকাল ৮টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের নুরুর বাড়িসংলগ্ন একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানির চাপ বাড়ায় মাছের ঘের, জমির ফসল, গবাদি পশু নিয়ে স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার জানান, সকাল ৮টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুরে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে করে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এ ছাড়াও উপজেলার দরবারপুর ইউনিয়নের বরইয়া গ্রামের একটি স্থানেও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভাঙনকবলিত স্থানটি সংকুচিত করতে দ্রুত জিও ব্যাগ দিয়ে প্রতিরক্ষা তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, সকাল ৭টার দিকে রেকর্ডে দেখা যায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর হয়ে প্রবাহিত হচ্ছে। বিকেল ৫টায় এটি ১০৫-এ উন্নীত হয়। পানির চাপ না কমলে আরো নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
নদী বন্দর/এসএফ