ঈদের আর দুই দিন বাকি। বিগত বছরগুলোতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো। তবে এবার পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যানবাহনের চাপ নেই। লঞ্চে থেমে থেমে যাত্রীদের চাপ বাড়ছে।
এসব যাত্রী রাজধানী থেকে লোকাল বাসে ঘাটে এসে নামছেন। স্বাভাবিক সময়ের মতো দূরপাল্লার পরিবহন বাস, সাধারণ পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি ভোগান্তি ছাড়াই পাটুরিয়া ঘাট পার হতে পারছে।
লঞ্চ মালিক সমিতির কয়েকজন বলেন, প্রতিবছর ঈদের কয়েক দিন আগে যে রকম যাত্রীর চাপ থাকে তা এবার নেই। তবে কিছুক্ষণ পর পর যাত্রীর চাপ পড়ছে।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া ঘাটে যানবাহনের কোনো অপেক্ষমাণ সারি নেই। গাড়ি আসার সঙ্গে সঙ্গে ফেরি পার হয়ে যাচ্ছে। নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে।
নদী বন্দর/এসএফ