গাজীপুরের শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসযাত্রী পোশাক শ্রমিক ৩ জন এবং ২ জন ট্রেনের যাত্রী বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন।
রবিবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ছিলেন ওই ২ জন যাত্রী।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ দুর্ঘটনার বিয়টি নিশ্চত করেছেন।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
নদী বন্দর/এসএস