অনেকদিন ধরেই তার ব্যাটিং নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। রঙ্গিন পোশাকের দুই ফরম্যাটেই তিনি ধীরগতির ব্যাটিং করে আসছিলেন। আজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিফটি করা পর্যন্ত মাহমুদউল্লাহ ধীরগতির ছিলেন। এরপর ইনিংসের শেষের দিকে তিনি জ্বলে ওঠেন।
খেলেন ৮৪ বলে তিন চার তিন ছক্কায় ৮০* রানের অপরাজিত ইনিংস।
মাহমুদউল্লাহ তার তিনটি ছক্কাই মেরেছেন ফিফটি করার পর এবং শেষ তিন ওভারে। এর মাঝেই ইনিংসের ৪৭তম এবং নিজের নবম ওভার করার সময় চোটে পড়েন তানাকা চিভাঙ্গা। মাঠে আবারও প্রবেশ করে স্ট্রেচার। সেই স্ট্রেচারে করেই চিভাঙ্গা মাঠ ছাড়েন। তার অসম্পূর্ণ ওভার করতে এসেছিলেন ব্র্যাড এভান্স। প্রথম বলটিই স্লটে পেয়ে মাঠের বাইরে ওড়ান মাহমুদউল্লাহ।
পরে দেখা যায়, বল গিয়ে আটকে গেছে হারারে স্টেডিয়ামের ড্রেসিংরুমের ছাদে। এই বিশাল ছক্কায় যেন সব সমালোচনাকে ওড়াতে চাইলেন আজকের ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। একইসঙ্গে ১৫ মাস আর ১১ ইনিংস পর তিনি পঞ্চাশোর্ধ রান করলেন। বাংলাদেশের ২৯০ রান তাড়ায় এখন ব্যাটিং করছে জিম্বাবুয়ে।
নদী বন্দর/এসএস