ঝালকাঠির বিষখালী ও সুগন্ধাসহ জেলার সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল থেকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার চার উপজেলার কমপক্ষে ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগের মধ্যে পড়েছেন ওই সব এলাকার মানুষজন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, পূর্নিমার জোয়ার এবং বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
খোঁজ নিয়ে জানা গেছে, কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর অংশে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে উপজেলা পরিষদ ভবন, ইউএনও’র বাসভবনসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ঝালকাঠি সদর উপজেলার পাঁচটি, রাজাপুরের পাঁচটি ও নলছিটির পাঁচটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, ‘জেলার সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিষখালী নদী তীরবর্তী কাঠালিয়া উপজেলায় সামান্য পানি বৃদ্ধি পেলেই সেখানকার নিম্নাঞ্চল তলিয়ে যায়। গুরুত্ব বিবেচনা করে ওখানে বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।’
নদী বন্দর/এমকে