ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ঘরের জানালা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ও অসুস্থ অবস্থায় তাদের ছেলেসহ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিকেলে পুলিশের রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫)। অসুস্থ ব্যক্তিরা হলেন, নিহতদের ছেলে মাঈনুল, ফোরকানের ভাইয়ের বউ মাহফুজা আক্তার ও ভাইজি সারা মনি।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ আগস্ট) রাতে জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে ফোরকান ও তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে পড়ে। পরে রাতের কোনো এক সময় এসির বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে রুমে। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন।
পরে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাই সেলিম হাওলাদার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। এ সময় ফোরকান ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে তিনজন অজ্ঞান অবস্থায় ছিলেন।
এদিকে দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে। তবে তাদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অসুস্থ তিনজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় ঘণ্টাখানেক পর স্বজনরা উন্নত চিকিৎসার কথা বলে তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নদী বন্দর/এসএইচ