ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের কাছের একটি শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণ হচ্ছে। স্থানীয় সময় রবিবার ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, নিকোপোল শহরে রাতে পাঁচটি ভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়েছে। তিনি দাবি করেছেন, ওই শহরে অন্তত ২৫টি গোলা বর্ষণ করা হয়েছে।
গোলার আঘাতে শিল্প এলাকায় আগুন ধরে যায় এবং প্রায় তিন হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
আগামি বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবস। সোভিয়েত শাসন থেকে মুক্তি লাভের ৩১ বছর হবে ওই দিন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ছয় মাস পূরণও হবে একই দিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীনতা দিবস উদযাপনের আগে ইউক্রেনীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া ঘৃণ্য ও নিষ্ঠুর কিছু করার অপচেষ্টা চালাতে পারে।
তিনি আরো বলেছেন, শত্রুদের অন্যতম উদ্দেশ্য হলো আমাদের হেয় প্রতিপন্ন করা। সব ধরনের উসকানি প্রতিরোধ করার জন্য আমাদের যথেষ্ট শক্তিশালী হতে হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে হুমকির মুখে পড়া পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনের ওপর জোর দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র।
রবিবার ফোনালাপে ওই চার দেশের প্রধানরা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
রুশ অধিকৃত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণের জন্য মস্কো ও কিয়েভ একে অপরকে দোষারোপ করেছে। এতে করে সেখানে বিপর্যয়ের আশঙ্কা আরো বেড়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের পরিদর্শকদের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়ার কথা জানানোর ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন চার নেতা।
তবে ইউক্রেনে রবিবার আরো ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের কাছে নিকোপোল শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
সূত্র: রয়টার্স
নদী বন্দর/এসএস