বাংলাদেশের ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা আছে। সিট না পেলে অনেকেই এই স্ট্যান্ডিং টিকিট কেটে চাপাচাপি করে ট্রেন ভ্রমণ করে থাকে। তাই বলে ক্রিকেট ম্যাচের স্ট্যান্ডিং টিকিটি! হ্যাঁ, কেউ যদি এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, তাকে দাঁড়িয়ে খেলা দেখতে হবে। এই হাইভোল্টেজ ম্যাচের যে কয়টা টিকিট বিক্রি এখনো বাকি আছে, সেগুলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের স্যাটন্ডিং রুমের টিকিট।
দাম বাংলাদেশি মুদ্রা ২০০০ টাকার মতো।
২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। কিন্তু আরও মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। মোট চার হাজার টিকিট ছাড়া হবে। সেই টিকিট কাটলে রোহিত শর্মা, বাবর আজমদের লড়াই দেখতে হবে দাঁড়িয়ে।
মেলবোর্নে ৯০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচে আরও চার হাজার বেশি মানুষ খেলা দেখতে পারবেন। এ ব্যাপারে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাদের কাছে এবার খেলা দেখার সুযোগ আছে। ‘
নদী বন্দর/এসএইচ