টানা বৃষ্টি ও জোয়ারে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। তবে জেলায় এখন পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত হয়নি।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত দুই সপ্তাহ যাবত পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে।
পাউবোর গেজ রিডার শিল্পী বলেন, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে গত দুদিন ধরে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।
নদী বন্দর/এসএইচ