মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়রসহ অন্তত ১৮ জনকে বন্দুকধারীরা হত্যা করেছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় সিটি হলে হামলা চালায় বন্দুকধারীরা। অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভবনটির দেয়ালে বহু বুলেটের ছিদ্র রয়েছে৷
মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার দল পিআরডি তার ‘কাপুরুষোচিত’ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং বিচার দাবি করেছে।
এ হামলার জন্য লস টেকুইলেরোস অপরাধী চক্রকে দায়ী করা হয়েছে।
এই হত্যাযকাণ্ডে পুলিশ কর্মকর্তা ও কাউন্সিলের কর্মীরাও নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত লাশের গ্রাফিক ছবি ছড়িয়ে পড়ছে।
সিটি হলে হামলা চালানোর আগে মেন্ডোজা আলমেদারের বাবা সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও তার বাড়িতে হত্যা করা হয়।
প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, গুয়েরোর অ্যাটর্নি জেনারেল বলেছেন, এ ঘটনায় ১৮ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
হামলার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনীর ইউনিট মোতায়েন করছে।
গুয়েরেরো প্রদেশের গভর্নর ইভলিন সালগাডো পিনেদা টুইট করে বলেন, তিনি মৃত্যুর জন্য গভীরভাবে শোকাহত।
হামলার কিছুক্ষণ আগে অপরাধী চক্র লস টেকুইলেরোসের সদস্যরা অঞ্চলটিতে ফিরে আসার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে।
সন্ত্রাসী গোষ্ঠীটির নেতা রেবেল জ্যাকোবো ডি আলমন্টেকে হত্যা করার আগে পর্যন্ত ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে গুয়েরেরোতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারা। এই অঞ্চলের মেয়রদের হত্যার হুমকি দিত তারা।
সূত্র : বিবিসি
বাংলা৭১নিউজ/এসএইচ