আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেব নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধায়ন্ত নিয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
আজ শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ক্রাইস্টচার্চে মাঠে নামছে দুই দল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিলো পাকিস্তান। আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাবর আজমের দল। অধিনায়ককে সবচেয়ে স্বস্তি দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
এদিকে সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা স্বাগতিক কিউই একাদশে দেখা গেছে বোলারদের আধিক্য। চার পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে স্বাগতিকদের একাদশ।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে এই দুই দল ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড জয় পেয়েছে ১০ ম্যাচে আর পাকিস্তানের জয় ১৫টিতে।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালান, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল ব্রেকওয়েল, ইস সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ব্লেইর টিকনার।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।
নদী বন্দর/এসএইচ