একই গ্রুপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেলো মাত্র কিছুক্ষণ আগে। ওই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিতে হারতে হলো শ্রীলঙ্কাকে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই বলা যায় বড় অঘটনের জন্ম দিলো নামিবিয়া।
সে কারণেই হয়তো দ্বিতীয় ম্যাচে একই মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিলো আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান।
দুই দলই ছোট, যে কারণে প্রত্যাশাও খুব বেশি বড় নেই তাদের কাছে কারো। তবে শক্তির বিচারে যেহেতু দুই দলই প্রায় সমান, সে কারণে নেদারল্যান্ডস এবং আরব আমিরাতের ম্যাচটি ঘিরে এই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা।
আরব আমিরাত একাদশ
চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), সিপি রিজওয়ান (অধিনায়ক), বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আয়ান আফজাল খান, কাশিফ দাউদ, কার্তিক মায়াপ্পন, জুনায়েদ সিদ্দিকি, জহুর খান।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, ভিক্রমজিত সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), রোয়েলফ ফন ডার মারউই, টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকরিন।
নদী বন্দর/এসএইচ