শনিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিএনপির সঙ্গে কোনো আলাপ আলোচনা হতে পারে না। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।
তিনি আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ডিসেম্বরের মধ্যে বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করার শপথ নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। যত আন্দোলনই করুক না কেন ওই অবস্থা কখনোই ফিরবে না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। পাকিস্তানের ভাবধারায় তারা দেশকে পরিচালনা করেছিল। এখনও একই ধারায় রাজনীতি করছে বিএনপি। ৭১ এর ঘাতকদের অনুসারীরা শেষ হয়ে যায়নি।’