ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন বৈশ্বিকভাবেই জনপ্রিয়। কেবল ভারতে নয় পুরো বিশ্বেই এই টুর্নামেন্টের ক্রেজ ছড়িয়ে গেছে। এবার ফুটবলের দেশ তুরস্কেও নিজেদের জনপ্রিয়তার আঁচ পৌঁছে দিতে চায় আইপিএলের গভর্নিং বডি।
২০২৩ আইপিএল আসরের নিলাম আয়োজনের জন্য তুরস্কের রাজধানী ইস্তানবুলকেই নাকি বেছে নিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজে এমন খবরই প্রকাশ পাচ্ছে। যেখানে জানানো হয়েছে বেঙ্গালুরুকে আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বেছে রাখলেও বোর্ডের কর্তাদের ইচ্ছা তুরস্কের ইস্তানবুলেই হোক এবারের নিলাম।
এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেও আলোচনা চালাচ্ছে বিসিসিআই। যদিও অনেক ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইয়ের এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। তবুও বিসিসিআই নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে রাজি করাতে।
তবে এবারই প্রথমবার নয় এর আগেও আইপিএলের নিলাম ভারতের বাইরে আয়োজনের চেষ্টা চালিয়েছিল বিসিসিআই। সেবার সিঙ্গাপুরে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। এছাড়াও একবার তো ইংল্যান্ডে নিলাম কার্য সম্পাদনের সিদ্ধান্ত জানিয়েই দিয়েছিল বিসিসিআই। যদিও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে তারা।
চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে আয়োজন করা হতে পারে আইপিএলের নিলাম কার্য। এখন পর্যন্ত ১৬ ডিসেম্বরের কথাই সবচেয়ে বেশি প্রচারিত হয়ে আসছে।
নদী বন্দর/এসএইচ