নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ১৫ বছর পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেই জয় থেকে পাওয়া গিয়েছিল আত্মবিশ্বাস। কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই আত্মবিশ্বাসের ছিঁটেফোঁটাও দেখা গেল না! ২০৫ রান তাড়া করতে নেমে ১০১ রানেই অল-আউট সাকিবরা। ১০৪ রানের রেকর্ড গড়া পরাজয়! এমতাবস্থায় আগামীকাল শনিবার সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।
চলতি বছর দুর্দান্ত ফর্মে আছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে তাদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। আর গতকাল বিশ্বকাপের মঞ্চে তো পাকিস্তানের মতো দলকে হারিয়ে দিয়েছে সিকান্দার রাজারা! এই জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া যে বাংলাদেশের জন্য কতটা কঠিন হবে- তা অনুমান করা সহজ। ম্যাচটি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে। তিনটাতেই (ম্যাচ) আমরা খুব সিরিয়াস…আশা করি যে আমরা জিম্বাবুয়ের সঙ্গে ভুলভ্রান্তি ঠিক করে মাঠে নামব। ‘
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণের কারণ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আগে থেকে কেউ তো বলতে পারে না কী ধরনের ফল হবে। কারণ নেদারল্যান্ডের সঙ্গে জেতার পর খুব হাইস্পিরিটি ছিল। কিন্তু কেন খারাপ হয়েছে সেটা বলা কঠিন। আমাদের অন্তত ১৭০+ রানের কাছাকাছি হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয়নি, কারণ মাঝখানে আবার সেই আগের মতো তিন চারটা উইকেট পড়ে গেছে। এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তারও বিষয় যে তিনটা থেকে চারটা উইকেট এত দ্রুত পড়ে যাওয়ায় ব্যাটিং খারাপ হয়েছে। এটাকে কীভাবে ঠিক করা যায় সেটাই পরিকল্পনা করছি। ‘
নদী বন্দর/এসএইচ