থাইল্যান্ডের উপসাগরে নৌ-বাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে সোমবার হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩১ জন নিখোঁজ রয়েছে।
এপি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে সেটি ডুবে যায়।
জাহাজ ডুবির খবর পেয়ে তৎক্ষণাৎ থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠায়। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
বিবিসি জানিয়েছে, জাহাড ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সাগরে টহল দেয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়েছে।
জাহাজটি ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহাজ দ্রুত প্লাবিত হওয়ায় ‘পাওয়ার রুমে’ শর্ট সার্কিট হয়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।
থাই নৌ বাহিনী জানিয়েছে, জাহাজটিতে ১০৬ জন ছিল।
সূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস
নদী বন্দর/এসএম