চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুব ভালো অবস্থানে নেই খুলনা টাইগার্স। সাত দলের মধ্যে একমাত্র খুলনা টাইগার্সই এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় দেখেনি। দলটি প্রথম তিন ম্যাচের তিনটিতেই হার নিয়ে মাঠ ছেড়েছে।
অবশেষে আজ (১৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ থাকছে খুলনার সামনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলটি রংপুর রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানের মধ্যে আটকে রেখেছে। নিজেদের প্রথম জয় তুলে নিতে হলে তামিম ইকবাল, ইয়াসির আলী রাব্বিদের করতে হবে ১৩০ রান।
সাগরিকায় এদিন টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকে সংগ্রাম করতে থাকে রংপুরের ব্যাটসম্যানরা। পাওয়ারপ্লেতে ৩৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে দলটি। যা এবারের আসরে রংপুরের জন্য সবচেয়ে বাজে।
শুরুর সে ধাক্কা পুরো ম্যাচে আর কাভার করতে পারেনি রংপুরের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ১৩০ রানের বেশি করতে পারেনি। রংপুরের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে শেখ মাহেদী হাসানের ব্যাট থেকে। চারে ব্যাটিং করতে নেমে ২টি করে চার-ছয়ে এই রান তোলেন মাহেদী।
এছাড়া ওপেনিংয়ে নামা পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ২৫ রান। রংপুরের পক্ষে এছাড়া আর ডাবল ডিজিটে পৌছান কেবল নাঈম শেখ। তার ব্যাট থেকে আসে ১৩ রান।
খুলনার পক্ষে এদিন বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন ওয়াহাব রিয়াজ। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন এই পাকিস্তানি পেসার। দলটির পক্ষে আরেক পাকিস্তানি পেসার আমাদ বাট ১৬ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। পাওয়ারপ্লেতে রংপুরকে আটকে রাখা নাহিদুল ইসলাম শিকার করেন ২ উইকেট।
নদী বন্দর/এসএস