টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে জরুরি অবস্থা জারি করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। সপ্তাহ জুড়ে চলা বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।
এই পরিস্থিতে জাতীয় দুর্যোগ ঘোষণার পরিকল্পনাও চলছে।
এর আগে তীব্র লোডশেডিংয়ের কারণে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এবার দেশটির নয়টি প্রদেশের মধ্যে সাতটি প্রদেশই বন্যা কবলিত হয়েছে।
এরইমধ্যে বিভিন্ন জায়গায় বাড়িঘর তলিয়ে যাওয়ার, অবকাঠামাগত ক্ষয়ক্ষতির খবর পাওয়ার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অনেক জায়গায় ডুবে গেছে ফসলি জমি। গবাদি পশুগুলোকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে কৃষকেরা।
ফলে এই বন্যায় দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই শঙ্কা করা হচ্ছে।
সূত্র: এএফপি
নদী বন্দর/এবি