1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সৌদি ক্লাবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করে ফেলেছেন মেসি - Nadibandar.com
রবিবার, ১৮ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১১ বার পঠিত

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার সৌদি আরবে পাড়ি জমানো প্রায় নিশ্চিত করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি, ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইল।

শুধু তাই নয়, ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিটি করেছেন মেসি। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে প্রায় ৭ হাজার কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেন মেসি।

তবে ফোর্বস.কম তাদের ওয়েবসাইটে গতকাল রাতেই প্রকাশ করেছিল, শুধু লিওনেল মেসিই নন, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বস্কুয়েটসকেও আগামী মৌসুমে দলে নেওয়ার ব্যাপারে চুক্তি নিশ্চিত করে ফেলেছে আল হিলাল। এই দুই ফুটবলারের পেছনে সৌদি ক্লাবটির খরচ হবে ৬৬০ মিলিয়ন ডলার (প্রায় ৭ হাজার কোটি টাকা)।

কিন্তু ব্রিটিশ মিডিয়া ডেইলি দাবি করছে, এরই মধ্যে আল হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং শুধু মেসির জন্যই সৌদি ক্লাবটি খরচ করবে ৫২২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় সাত হাজার কোটি টাকা)।

পিএসজির সঙ্গে আগামী মাসের (জুন) ৩০ তারিখ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। এরপর প্যারিসের ক্লাবটিতে যে মেসি থাকছেন না তা প্রায় নিশ্চিত। বিশেষ করে, অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করতে যাওয়ার কারণে মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। যদিও সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্যারিসের ক্লাবটি। তবুও মেসির সঙ্গে যে তিক্ততা তৈরি হয়েছে, তা সহজে নিরসন হওয়ার মতো নয়।

মেসির মতো সার্জিও বস্কুয়েটসও জুনের ৩০ তারিখ ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা তার সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না। যে কারণে ভিন্ন কোনো ঠিকানা খুঁজে নিতে হচ্ছে বস্কুয়েটসকে। স্প্যানিশ মিডিয়া এল চিরিঙিতো এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এর আগেও প্রমাণ হয়েছে, এল চিরিঙিতোর সংবাদ মিথ্যা হয় না। শুধু তাই নয়, তারা রিপোর্ট করেছে বার্সার আরেক ফুটবলার জর্দি আলবাকেও নিতে চায় আল হিলাল।

মেসির চুক্তির বিষয়ে সংবাদ সংস্থা এএফপি কয়েকটি সূত্রের বরাতে বলছে যে, সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন মেসি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপিকে বলেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবেন।’ এএফপি আরও জানিয়েছে, মেসির স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর নিষেধ সত্ত্বেও সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি করলেন মেসি।

আনতোনেল্লা রোকুজ্জো তার সন্তানদের নিয়ে সৌদিতে গিয়ে থাকতে রাজি নন। তিনি থাকতে চান ইউরোপেই। এ কারণেই তিনি এই চুক্তিতে খুব একটা রাজি নন। বলা হচ্ছে, তার কারণেই চুক্তির অর্থের পরিমাণ এত বিশাল অংকে উপনীত হয়েছে।

সবচেয়ে বড় কথা, আগামী মৌসুমে লিওনেল মেসি আল হিলালে যোগ দিলে আবারও দেখা যাবে মেসি রোনালদো দ্বৈরথ। ফুটবলপ্রেমীদের জন্য এরচেয়ে বড় খবর আর কি হতে পারে!

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com