ইতালির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা অঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৮ জন মারা গেছেন। এছাাড়ও নিখোঁজ রয়েছে আরও অনেকেই। বুধবার ( ১৭ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন অঞ্চলটির কর্মকর্তারা।
প্রতিবেদন থেকে জানা যায়, প্রবল বন্যায় অঞ্চলটির প্রায় এক হাজার বাসিন্দা ঘর ছাড়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বাড়ির ছাদ থেকে বেশ কয়েকজনকে হেলিকপ্টারে যোগে উদ্ধার করা হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলটির ১৪টি নদীর পাড় ভেঙে যাওয়ায় প্রায় ২৩টি এলাকা প্লাবিত হয়েছে।
রাভেনার মেয়র মিশেল ডি পাসকেলে জানিয়েছেন, রোমানগনার ইতিহাসে এটি সবচেয়ে খারাপ রাত ছিল। পরিচিত শহরটি এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখন আর চেনা যাচ্ছে না।
রোমাগনার কাছাকাছি শহর ফোরলি। ফোরলির মেয়র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, শহরটি বিধ্বস্ত হয়ে গেছে।
সেসেনা শহরের বাসিন্দারা বন্যার পানি থেকে বাঁচতে তাদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। তারা সেখানে উদ্ধারকারী হেলিকপ্টার বা নৌকার জন্য প্রহর গুনছেন। ওই অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়াও লোকজন এমিলিয়া-রোমাগনার আশেপাশের স্কুল ও জিমে আশ্রয় নিয়েছেন।
কাস্টেল বোলোগনিজ শহরের মেয়র বিবিসিকে জানিয়েছেন, বর্তমানে পুরো অঞ্চলের অবস্থা বিধ্বস্ত। কয়েক হাজার মানুষ বাড়ির নিচতলায় বসবাস করছে। তাদের দ্রুত উদ্ধার করা প্রয়োজন।
আঞ্চলিক প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি ওই অঞ্চলের বাসিন্দাদের নদীর আশেপাশে না যাওয়ার জন্য আহ্বান করেছেন। বুধবার (১৭ মে) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা পানির আশে পাশে রয়েছে তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া প্রয়োজন।
এদিকে এই সপ্তাহে ইমোলায় ফর্মূলা ওয়ান রেস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জায়গাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি হওয়ায় সরকার থেকে বলা হয়েছে, জরুরি পরিষেবাগুলোকে উদ্ধার অভিযানে মনোনিবেশ করতে হবে বলে আয়োজনটি বাতিল করা হলো।
নদী বন্দর/এসএস