সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সমুদ্র সৈকতের হোটেলে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের হামলায় ছয় বেসামরিক লোক নিহত এবং ১০ জন আহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
আল-কায়েদা-সংশ্লিষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠীটি ১৫ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। তারা প্রায়ই হোটেলগুলিকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে উচ্চ পদস্থ সোমালি এবং বিদেশী কর্মকর্তাদের রাখা হয়।
সোমালি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘হামলায় ছয়জন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন… এবং আরও ১০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর তিনজন সাহসী সদস্য শহীদ হয়েছেন।…নিরাপত্তা বাহিনী নারী, শিশু ও বৃদ্ধসহ ৮৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।’
স্থানীয় সময় শুক্রবার রাত ৮ টার আগে সাতজন হামলাকারী মোগাদিসুর উপকূলরেখা বরাবর লিডো বিচের একটি জনপ্রিয় স্থান পার্ল বিচ হোটেলে হামলা চালায়। রাত ২টার দিকে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ হয়।
নদী বন্দর/এসএস