আগামী নির্বাচনে বিএনপি না আসলে ৫০ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদ্প্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। নির্বাচনে না আসলে তারা ৫০ বছর পিছিয়ে যাবে।
তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে আর ক্ষমতায় আসা সম্ভব নয়। পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। পাকিস্তানের প্রতি তাদের এত প্রেম থাকলে তারা পাকিস্তান চলে যেতে পারে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হলেও তিনি এখনও চিরভাস্বর। পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে বঙ্গবন্ধু এক প্রেরণার উৎস।
হাছান মাহমুদ বলেন, একটি মহল বঙ্গবন্ধুকে হত্যার পর টুঙ্গিপাড়ায় সমাহিত করে তার নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষ তাকে হৃদয়ে রেখেছে।
নদী বন্দর/এসএইচবি