ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানিয়েছে দলটি।
শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই দাবি তুলে ধরেন এনসিপির প্রতিনিধি দল।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত সব নির্বাচনই বিতর্কিত ছিল। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, সেগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হোক।’
তিনি জানান, ‘জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনে ধীরগতি দেখা যাচ্ছে। এ বিষয়ে দ্রুত ও সঠিক বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছি, যাতে নাগরিক সেবা স্বাভাবিক হয়।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়ে বলেছি, তিনি যেন দায়িত্বে থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ চালিয়ে যান। তিনি দায়িত্ব নিয়েছিলেন জনগণের চাপে। তিনি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন। বাধার মুখে তিনি হতাশ হলেও আমরা তাকে বলেছি, সেই অঙ্গীকার যেন তিনি ধরে রাখেন।’
সাবেক তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই বলেই এর পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও আলোচনায় তোলা হয়।’
এছাড়া সংস্কার ও ‘জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশন (ঘোষণাপত্র) বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয়তার কথাও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন নাহিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সংগঠক আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। তারা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।’
নদীবন্দর/জেএস