1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পোশাক শিল্প দেশের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে: শিক্ষামন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪৮ বার পঠিত

পোশাক শিল্প দেশের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। এ শিল্প ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ করতে জোরালো ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কনসাল্টেশন সার্ভিস (টিটিসিএস) ল্যাবের অ্যাক্রেডিটেশন প্রাপ্তি এবং বুটেক্স থেকে সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে ৮৪ শতাংশ আসে পোশাক শিল্প থেকে। ৫ মিলিয়ন মানুষের কর্মক্ষেত্র তৈরি এবং নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের দৃশ্যমান হয় এ খাতে। বুটেক্স এমন বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা পাস করার সঙ্গে সঙ্গে চাকরি পায়।

তিনি আরও বলেন, আমরা ইন্ডাস্ট্রি থেকে ইনপুট চাই। গবেষণার জন্য অর্থের ব্যাপারে সরকারের বাইরে ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সফলতা আসবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদ হোসেন।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com