যেসব ঠিকাদার কাজের গুনগত মান খারাপ ও সঠিক সময়ে কাজ করবে না তাদের কালো তালিকাভুক্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। অপরদিকে, যেসব প্রতিষ্ঠান ভালো কাজ করবে তাদেরও বেশি কাজ দিয়ে প্রশংসিত করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তাজুল ইসলাম।
মন্ত্রী আরও বলেন, টেকসই নির্মাণ কাজের জন্য প্রকৌশলী ছাড়াও দক্ষ শ্রমিক-রাজমিস্ত্রি গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, গাজীপুর মহানগরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র অ্যাড মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.আব্দুল বারেক প্রমুখ।
নদী বন্দর / জিকে