রংপুরে কেরামতিয়া মসজিদে মাওলানা কেরামত আলী (রহ.) জৈনপুরীর মাজার জিয়ারত করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারী বাজার সংলগ্ন কেরানীপাড়ায় মাজার জিয়ারত করেন তিনি।
জিয়ারত শেষে মন্ত্রী বলেন, দেশের অগ্রগতির স্বার্থে ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য কাউনিয়া-পীরগাছাবাসীকে ৭ জানুয়ারির ভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোট দিতে আহ্বান জানান তিনি। পরে মন্ত্রী তার নির্বাচনী এলাকায় প্রচারণার কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।
এসময় রংপুর মহানগরীর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তুহিন চৌধুরী, সদস্য ওয়াসিমুল বারী শিমু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
টিপু মুনশি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পরবর্তিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত তা পালন করছেন।
নদী বন্দর/এসএইচবি