অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানান ম্যাক্রো।
চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ‘যেহেতু বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে, আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করা। আপনি ইতিমধ্যেই এ বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।’
তিনি আরও লিখেছেন, ‘আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়ে ফ্রান্সের পূর্ণ সমর্থন থাকবে।’
দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলোতে ফ্রান্সের যৌথ অঙ্গীকারগুলো অব্যাহত থাকবে বলেও ইমানুয়েল ম্যাক্রো আশাবাদ ব্যক্ত করেন।
চিঠিতে ইমানুয়েল ম্যাক্রো অন্তর্বর্তীকালীন সরকারের আগামীদিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
নদী বন্দর/এসএইচ