এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে ফরচুন বরিশালের। তবে খুলনা টাইগার্সের জন্য এই ম্যাচটি টিকে থাকার লড়াই।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অর্থাৎ খুলনা প্রথমে ব্যাট করবে।
৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মেহেদী হাসান মিরাজের খুলনা তালিকার পঞ্চম অবস্থানে আছে। আজ জিতলে তারা চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মতো ১০ পয়েন্ট অর্জন করে লড়াইয়ে ফিরবে।
অন্যদিকে আগেই প্লে-অফ নিশ্চিত করা বরিশাল ৯ ম্যাচের ৭টিই জিতে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।
নদী বন্দর/এসএইচ