ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
দিনে-রাতে কোথাও দোসরদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের ঘুম হারাম করে দেব। তারা কোথাও স্থান পাবে না।
সোমবার মধ্যরাত ৩টার দিকে উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তরিত করেছে। ওই টাকা ব্যবহার করেই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এটা আমরা কোনো অবস্থাতেই করতে দেব না। যে ভাবেই হোক, এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনী প্রয়োজন হবে, সেখানেই যাবে। প্রতিহত করবে।
তিনি বলেন, আমি আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি রাতের আরও টহল বৃদ্ধি করবে। কোথাও যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না। সন্ত্রাসীরা যেন কোথাও ঘুমাতে, বসতে ও দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করার বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, আমার পদত্যাগ দাবির বিষয় আজ প্রথম নয়। শিক্ষার্থীরা চাচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মা বোনদের বিষয়ে সব সময় আমরা অবগত আছি। তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেদিকে আমরা ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছি।
নদীবন্দর/এসএইচ