৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ফটক ভেঙে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভেতরে ঢুকে পড়েন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনে এ ঘটনা ঘটে। পরে পিএসসি কর্মকর্তারা তাদের সঙ্গে বৈঠকে বসেন। বিকেল সাড়ে ৩টার দিকে কমিশনের ভেতরে এ সভা শুরু হয়।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দুপুরের দিকে বাইরে বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা জানতে পারেন সাংবাদিকদের ব্রিফ করে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক নয়। তার এমন মন্তব্য গণমাধ্যমে দেখার পর প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে দুপুর পৌনে ৩টার দিকে পুলিশের ব্যারিকেড পার হয়ে পিএসসির ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২২ ডিসেম্বর শুরু হয় জানিয়ে চাকরিপ্রার্থীরা অভিযোগ করে বলেন, ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে আরও এক বছর সময় লেগে যাবে।
তারা আরও বলেন, এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত দেবেন। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবেন, নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন-তা নিয়ে পিএসসির কাছে জবাব চেয়েছেন।
এদিকে ফটক ভেঙে আন্দোলনকারীরা ভেতরে ঢুকে পড়ার ঘটনায় বাড়তি নিরাপত্তার জন্য পিএসসিতে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনা সদস্যরা।
নদীবন্দর/জেএস