রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকার কোরেশী কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. মারুফ হাসান (২২) ও মো. আব্দুর রহমান সিয়াম (২১)।
বুধবার (৯ এপ্রিল) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।
সনদ বড়ুয়া বলেন, গ্রেফতাররা আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল রেস্টুরেন্টের সামনে পৌঁছালে আসামিরা কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কথাবার্তা সন্দেহজনক হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন।
তাদের সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্রও উপস্থাপন করতে পারেননি। আসামিরা অস্ত্র ও গুলি অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে ‘দ্য আর্মস অ্যাক্ট’ ধারায় অপরাধ করেছেন।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
নদীবন্দর/এসএকে