পাকিস্তানে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় নিজেদের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে উড়িয়ে মূল পর্বের যাওয়ার জন্য সহজ পথ বানিয়েছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যেত ভারতের টিকিট।
যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ শনিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে জয় পেলেই আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে বাংলাদেশের। তাতে মিলবে বিশ্বকাপের টিকিট। তবে হারলেও টিকে থাকবে আশা, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল ও রানরেটের ওপর নির্ভর করতে হবে।
ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়েছে ৬টি দল। তাদের মধ্যে ২ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। এরই মধ্যে ৪ ম্যাচে টানা ৪ জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। বিশ্বকাপের মূল পর্বের টিকিট বাকি আছে তাই মাত্র একটি। যার জন্য জন্য বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ লড়ছে। যদিও কাগজে কলমে এগিয়ে রয়েছে জ্যোতিরাই। ৪ ম্যাচে বাংলাদেশের ৬ পয়েন্ট, তারা আছে দ্বিতীয় স্থানে।
নদীবন্দর/জেএস