বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষায় ১৩ হাজার ২৮৮ জন উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪০ হাজার ৬২৭ জন শিক্ষানবিশ আইনজীবী।
শনিবার (২৬ এপ্রিল) ভোরে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এই পরীক্ষা। অল্প সময়ের মধ্যেই ফলাফল দেওয়া হয়।
বহুনির্বাচনী পরীক্ষার অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয় ১ মার্চ বিকেল ৫টা থেকে। চলে ৩১ মার্চ দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ১৬ এপ্রিল থেকে অনলাইনে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে আইনের বিষয় ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়। এরপর জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মধ্য দিয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করতে পারেন।
বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০০ নম্বরে। প্রশ্ন আসে সাতটি বিষয়ে। ১০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় কমপক্ষে ৫০ নম্বর পেলেই উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় বসা যায়।
নদীবন্দর/এএস