কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু নামে এক উৎসবেব ভিড়ে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভ্যাঙ্কুভারের ইস্ট অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে।
ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, গাড়িটির চালককে গ্রেফতার করা হয়েছে। হতাহতের সংখ্যা নির্ধারণ করা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের অবস্থা গুরুতর।
লাপু লাপু -ডে উৎসবে এই ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেন, লাপু লাপু ডে উৎসবে এমন মর্মান্তিক ঘটনার নজির নেই। আমরা মর্মাহত, ব্যথিত।
পুলিশকে উদ্ধৃত করে মেয়র জানিয়েছেন, অনেকেই মারা গিয়েছেন। আমরা ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
লাপু লাপু ডে ব্লক পার্টি হল একটি ফিলিপিনো স্টিট উৎসব। ফিলিপিন্সের জাতীয় বীর দাতু লাপু লাপুর স্মরণে স্থানীয় ফিলিপিনো সম্প্রদায় এই উৎসবের আয়োজন করে থাকে।
কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে ২৭ এপ্রিল এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার সকাল থেকে হাজার হাজার মানুষ উৎসব স্থলে জড়ো হয়েছিলেন। সারারাত ধরে চলে উৎসব।
আচমকাই একটি বড় গাড়ি ভিড়ের উপর দিয়ে চালিয়ে দেয় চালক। একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা নাকি চালক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে।
মানসিক অস্থিরতার কারণে ভিড়ের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল কি না বোঝার চেষ্টা করছে পুলিশ।
নদীবন্দর/এএস