জিম্বাবুয়ের দুই ওপেনার শুরুটা করেছেন দেখেশুেনে। ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাটে ৪১ রান তোলে জিম্বাবুয়ে। তখনই আঘাত হানেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। একাদশ ওভারে তার বলে উইকেটের পেছনে জাকের আলী অনিকের তালুবন্দি হন বেনেট। বেনেটের ব্যাট থেকে আসে ২১ রান। বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখো। সাকিবের আঘাতের পর দলকে দ্বিতীয়বার উল্লাসের উপলক্ষ এনে দেন তাইজুল ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে পরাস্ত হন অপর ওপেনার বেন কারান। বোল্ড হওয়ার আগে কারানও করেন ২১ রান। ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
প্রথম টেস্টের হার বাংলাদেশকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টটা হয়ে উঠেছে বাঁচা-মরার। সিরিজ ও মান, দুটোই বাঁচাতে হবে ঘরের মাঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ম্যাচে আজ সোমবার (২৮ এপ্রিল) টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
আগে ব্যাটিং বেছে নেওয়া জিম্বাবুয়ের দুই ওপেনার এগোচ্ছিলেন দেখেশুনে। বাংলাদেশি বোলারদের ধার বুঝে কখনও রক্ষণাত্মক খেলেছেন, আবার সুযোগ বুঝে বল পাঠান সীমানার বাইরে। ব্রায়ান বেনেট ও বেন কারানের লক্ষ্য ছিল স্পষ্ট, ওপেনিংয়ে দলের ভিত যতটা সম্ভব গড়ে দেওয়া।
এদিকে, ঘরের মাঠে মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে অবধারিত পরিবর্তন। তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রায় ৩ বছর পর টেস্টে ফিরলেন এনামুল হক বিজয়। টেস্ট অভিষেক হলো তানজিম হাসান সাকিবের।সুযোগ পেয়েছেন স্পিনার নাঈম হাসানও।
নদীবন্দর/জেএস