নানামুখী গুজব ও শঙ্কা পেছনে ফেলে গতকাল রবিবার থেকে সারা দেশে ন্যায় দিনাজপুরের হাকিমপুরে ( হিলি) উৎসবমুখর পরিবেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে টিকা নিয়েছেন ১০১ জন। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি। সকাল নয়টা থেকে টিকা দেয়া শুরু হয়েছে।
দ্বিতীয় দিন হাসপাতালে প্রথম দিনের তুলনায় টিকা নেয়ায় বেশি আগ্রহ দেখা যাচ্ছে মানুষের মধ্য। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, প্রথম পর্যায়ে ১৪৫০ জনের নিবন্ধনের মাধ্যমে টিকা প্রদান করা হবে। সরকারী কর্মকর্তা কর্মচারী ছাড়াও এখন পর্যন্ত ৩৫০ জন নিবন্ধন করেছেন।
নদী বন্দর / জিকে