ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গত ২৪ ঘণ্টার বিমান হামলায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) গাজা উপত্যকায় ৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৭৭ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত গাজায় মোট ৫২ হাজার ৪১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৮ হাজার ৯১ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। স্বল্প সময়ের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় অভিযান শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফায় চালানো এই অভিযানে প্রায় দেড় মাসে আরও ২ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজারের বেশি আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, হামাসের হাতে বন্দি ২৫১ জন জিম্মির মধ্যে এখনও ৩৫ জন জীবিত আছেন এবং ইসরায়েল সামরিক অভিযানের মাধ্যমেই তাদের উদ্ধার করতে বদ্ধপরিকর।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রতি গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও বিচারাধীন রয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন যে হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্তি দেওয়াই তাদের অভিযানের মূল লক্ষ্য এবং তা অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি
নদীবন্দর/এএস